স্টাফ রিপোর্টার ॥ বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু। বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ১২টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু এবং মশিউর রহমান বাবু। সাক্ষাৎকালে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মশিউর রহমান বাবুকে বিজয়ী করায় সাতক্ষীরাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সাক্ষাৎকালে মশিউর রহমান বাবুও বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যানকে সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে সালাম জানিয়ে বলেন, আপনি আমার ওপর আস্তা রেখে সাতক্ষীরা সদর উপজেলার সেবক হতে লাঙ্গলের মনোনয়ন দিয়ে পাঠিয়েছিলেন। সদর উপজেলাবাসী আপনাকে এবং লাঙ্গলকে ভালোবাসেন বলেই আমাকে ভোট দিয়ে বিশাল ব্যবধানে জয়ী করেছেন। সাক্ষাৎকালে মশিউর রহমান বাবুর সঙ্গে ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ইসমাঈল হোসেন, জাতীয় পার্টি নেতা শরিফুল ইসলাম, শেখ নাঈম হোসেন, সাবেক ছাত্র সমাজের নেতা তুহিন প্রমুখ।