এফএনএস বিদেশ : ইউক্রেনের রুশ—নিয়ন্ত্রিত জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যাওয়ার পথে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)’র একটি গাড়ি ড্রোন হামলার শিকার হয়েছে। হামলায় গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গত মঙ্গলবার বিদ্যুৎকেন্দ্রটির একটি রাস্তায় গাড়িটি চলাচলের সময় এই ঘটনা ঘটেছে। সংস্থাটির প্রধানের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ করা একটি ভিডিও পোস্টে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি বলেছেন, এ হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি এবং দলগুলো নিরাপদ রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এটি একটি ইচ্ছাকৃত রুশ হামলা যেটি দেখায় যে, আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠানকে সম্পূর্ণ অবজ্ঞা করেছে মস্কো। এই ঘটনার পর একটি বিবৃতি প্রকাশ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যেটিতে এই ঘটনার কোনও উল্লেখ ছিল না। তবে বিবৃতিতে দৃড়ভাবে বলা হয়েছে, এ ধরনের কোনও হামলার জন্য মস্কো বাহিনীকে দায়ী করা যাবে না। গ্রসি বলেছেন, ‘আমি আইএইএ কর্মীদের ওপর হওয়া এই হামলার কঠোর ভাষায় নিন্দা জানাই। আমরা আবারও চরম সংযমের আহ্বান জানাচ্ছি, যেমনটি আমরা আগেও জানিয়েছি।’ গ্রসি বলেছিলেন, একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আক্রমণ ‘গ্রহণযোগ্য নয়’ এবং সামরিক সংঘর্ষের সময় পারমাণবিক দুর্ঘটনা প্রতিরোধে কাজ করা ব্যক্তিদের ওপর আক্রমণ ‘আরও গ্রহণযোগ্য নয়’। তবে এই হামলার জন্য কারা দায়ী হতে পারে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি।