স্টাফ রিপোর্টার \ জামায়াতের শহর শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে নিউমার্কেট চত্বরে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে শহর শাখার সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এদেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধারা জীবন দান ও রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছিল। কিন্তু ৫৪ বছর পার হলেও দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ নিতে পারেনি। বিভিন্নভাবে নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই বিধি—বিধান অনু শাসনের মধ্যেই প্রকৃত শান্তি অন্তর্নিহিত আছে। আমরা সেই সুন্দর জীবন ব্যবস্থা গড়তে চাই।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমির শেখ নুরুল হুদা, প্রভাষক ওমর ফারুক সহ জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী মানুষ, বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর শাখার সেক্রেটারি খোরশেদ আলম।