বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে নূরনগরে মিছিল ও পথসভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টায় নূরনগর ইউনিয়ান জামায়াতে ইসলামীর আয়োজনে আগামী ২৩ ফেব্রুয়ারি শ্যামনগর নকিপুর এইচ সি পাইলট হাইস্কুল মাঠে কর্মী সম্মেলন উপলক্ষে ইউনিয়ন জামায়াত অফিস কার্যালয় থেকে জামায়াতে ইসলামী ও অঙ্গসহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল দায়িত্বশীল ও জনসাধারণের অংশগ্রহণে একটি মিছিল নূরনগর বাজার সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিমোহনী মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ্ব ডাঃ মোঃ রুহুল আমিন, নায়েবে আমির মোঃ মজিবুর রহমান, সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন বাবু, সহকারি সেক্রেটারি গাজী আশরাফুল আলম, বাইতুল মাল সম্পাদক আবুল হোসেন, অফিস সম্পাদক মোঃ আবুবক্কার, বিজ্ঞান তথ্য সম্পাদক গাজী নজরুল ইসলাম, প্রচার ও মিডিয়ার সম্পাদক ফারুক হোসেন, ইউনিয়ন জামায়াতের পেশাজীবের সংগঠনের সভাপতি প্রভাষক ডাঃ আব্দুল্লাহ ইবনে ওয়াজেদ, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।