কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শোকরানা মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগষ্ট বুধবার সকাল ১০টায় মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। রঘুনাথপুর (মাদার তলা) সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মিছিল শুরু করে কৃষ্ণনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশের রুপ নেয়। ইউনিয়ন আমির মাস্টার ইব্রাহিম বাহারির সভাপতিত্বে ও ইউপি সদস্য মোঃ জামাল ফারুক এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরী, প্রভাষক মাওঃ নুরুজ্জামান হাবিবি, মাওঃ ইউসুফ আলম, মাওঃ আব্দুস সাত্তার আজাদি, ইউপি সদস্য মাস্টার ইউসুফ আলী, অধ্যাপক জামাল ফারুক, মাওঃ আবুল হায়াত প্রমুখ।