স্টাফ রিপোর্টার \ জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সাতক্ষীরায় প্রতিবাদ সভা ও মটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা আলীগের আয়োজনে গতকাল বেলা ১১ টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা আলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আলীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়ন শীল দেশের কাতারে পৌঁছে দিয়েছে। জামাত বিএনপি দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। তারা এখন বিদেশিদের সাথে দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমাদের সব সময় সজাগ থাকতে হবে। জামাত-বিএনপি স্বাধীনতা বিরোধীদের কোন ভাবে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। বাংলাদেশ আলীগ যে নির্দেশনা দেবে আমরা যথাযথভাবে পালন করবো। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। সকল দ্বিজাতদ্বন্দ্ব ভুলে গিয়ে আলীগের প্রার্থীকে বিজয় করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখানো উপস্থিত ছিলেন, জেলা আলীগের সাধাঃ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাবেক সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম, শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সাধাঃ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ আসাদুজ্জামান বাবু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, পৌর আলীগের সাধাঃ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, মহিলা আলীগের সাধাঃ জোৎস্না আরা, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসলে, রাশেদুজ্জামান রাশি। সভা শেষে মটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় জেলা, পৌর, উপজেলা আ’লীগের সকল নেতৃবৃন্দ সহ অংগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ।