শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

জাযুদ্ধে বিপর্যয়ে ইসরাইলি বাহিনী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ ফ্রান্সের প্যারিসে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের উপস্থিতিতেও ইসরাইলের গোয়েন্দা প্রধান মিশরের গোয়েন্দা প্রধান ও কাতারের আমীরের অংশ গ্রহনে গাজায় যুদ্ধ বিরতির বিষয়ে যে বৈঠক হয় উক্ত বৈঠক ফলপ্রসূ হইনি। আর বৈঠক সফল না হওয়ার দৃশ্যতঃ আপাতত গাজায় যুদ্ধ বিরতি হচ্ছে না। হামাসের দাবী এবং যৌক্তিক দাবী অবশ্যই ইসরাইলকে গাজায় হামলা বন্ধ করতে হবে, অস্ত্র যুদ্ধ বিরতি যা স্থায়ী হতে হবে তবেই হামাস যুদ্ধ বিরতির সম্মত হবে। আল জাজিরা টেলিভিশন জানিয়েছে হামাসের পক্ষ হতে বলা হেেছ ইসরাইলি বাহিনীকে গাজায় স্থায়ী যুদ্ধ বিরতির ঘোষনা দিতে হবে এবং পরবর্তিতে ইসরাইলের বন্দীদের মুক্তি দেওয়া হবে। ইসরাইল একশত বন্দীর মুক্তির বিনিময়ে দুই মাসের যুদ্ধ বিরতির পক্ষে মতামত ব্যক্ত করেছে। আল জাজিরা টেলিভিশন আরও জানিয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসে যে সময়ে সমঝোতা বৈঠক চলছিল সেই সময়ে দখলদার ইসরাইলি বাহিনীর। সদস্যরা গাজায় ব্যাপক ভাবে হামলা চালিয়ে যাচ্ছিল। ইসরাইল নামক ইহুদী রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বর্তমান সময় পর্যন্ত দেশটি কেবল দখল দারিত্ব করে চলেছে। এটাই শেষ কথা নয়, তারা চরম অমানবিক কর্মযজ্ঞ পরিচালনা করে আসছে। গত মিন মাসের অধিক সময় পর্যন্ত হামাস নির্মুলের নামে গাজার বেসামরিক ও নিরীহ ফিলিস্তিনিদের উপর একের পর এক হামলা পরিচালনা করে আসছে। ইতিমধ্যে প্রায় সাতাক হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইরসাইলি বাহিনীর সদস্যরা, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু। হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড জানিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী সদস্যদের মুল লক্ষ্য গাজাকে জন মানব শূন্য করা আর সে কারনে তারা আমাদের নারী ও শিশুদেরকে হত্যা করছে। আগামী দিনের গাজা যেন শ্মশানে মানবহীন হয় সেটাই তাদের লক্ষ্য। হামাসের পক্ষ হতে আরও বলা হয়েছে হামাস কেবল মাত্র একটি সংগঠন নয়, হামাস একটি আদর্শের নাম, লক্ষ লক্ষ নির্যাতিত মানুষের প্রতিনিধিত্ব করে হামাস। দখলদার ইসরাইলি বাহিনী কোন অবস্থাতেই হামাসকে ধ্বংস করতে পারবে না। বরঞ্চ দখলদার ইসরাইলি বাহিনী ধ্বংস হবে। ইতিমধ্যে আমাদের হামলা ও প্রতিরোধ যুদ্ধে দখলদার বাহিনীর সহশ্রাধীক সেনার মৃত্যু ঘটেছে। হামাসের শক্তি ক্ষয় হইনি, প্রতিনিয়ত হামাস শক্তি সঞ্চয় করে বীর ক্রিম দখলদার ইসরাইলি বাহিনীর উপর হামলা সহ প্রতিরোধ যুদ্ধ করে চলেছে। এদিকে দখলদার ইসরাইলি বাহিনী আবারও জাতিসংঘকে দুষলেন, এবার সরাসরি হামলার তাদের সংশ্লিষ্ট থাকার অভিযোগ উত্থাপন করে জানান দিলো যে গত সাত অক্টোবরে ইসরাইলের অভ্যন্তরে হামাস সন্ত্রাসীরা যে হামলা পরিচালনা করে উক্ত হামলার সাথে সরাসরি জড়িত ও অংশ নিয়েছে জাতিসংঘের কর্ম চারিরা। উল্লেখ্য ১৯৫০ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গত সাত অক্টোবর ইসরাইল যে হামলা ও তার নাগিরকদের হত্যা দেখেছে ইতিপূর্বে কখনও তা দেখেনি। ইসরাইলের পক্ষ হতে বলা হয়েছে হামাসের উক্ত হামলায় চৌদ্দশত ইসরাইলি নিহত হয় এবং তিনশতাধিক ইসরাইলিকে জিম্মী হিসেবে তারা নিয়ে যায়। গতকাল পশ্চিমা মিডিয়ায় প্রকাশিত খবরা খবরে বলা হয়েছে জাতিসংঘের একশত নব্বুই কর্মচারি ইসরাইলের অভ্যন্তরে হামাসের সাথে যুক্ত হয়ে হামলায় পরিচালনা করে। এদিকে হামাস এর কাসেম ব্রিগেড ঘোষনা দিয়েছে যে তারা কোন অবস্থাতেই ইসরাইলের সাথে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করবে না। হামাসের যুদ্ধ বিরতি বিষয়ে ঘোষনা এমন শিরোনামে আন্তর্জাতিক মিডিয়ায় খবর প্রকাশ পেয়েছে। এদিকে ফিলিস্তিনিদের জন্য সহযোগিতা তহবিল স্থগিত করায় বিশ্বের শত শত কোটি মানুষ যদি প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশ গুলো দীর্ঘ বছরের পর বছর ফিলিস্তিনিদের সহযোগীতা করে আসছিল কিন্তু বর্তমান সেই সহযোগিতা বন্ধ করা হয়েছে। এ বিষয়ে হামাসের পক্ষ হতে বলা হয়েছে ফিলিস্তিনিদের বেচে থাকার পন্থা বন্দ করে অমানবিক কাজ করা হয়েছে। এদিকে হুতিদের হামলা চলমান আছে। গতকালও হুতিদের হামলায় একাধিক জাহাজ লোহিত সাগরের গতিপথ পরিবর্তন করেছে। হিজবুল্লাহ যোদ্ধাদের হামলা চলছে তো চলছেই। ইসরাইল সীমান্ত সংলগ্ন গ্রাম গুলো হতে ইসরাইলি বসতি সরিয়ে নিয়েছে ইসরাইল সরকার। খান ইউনিসে গতকালও হামাস যোদ্ধারা ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ করেছে। দীর্ঘদিন যাবৎ খান ইউনিসের নিয়ন্ত্রন নিতে ইসরাইলি বাহিনী প্রচেষ্টা করছে কিন্তু হামাস যোদ্ধাদের প্রবল প্রতিরোধে ইসরাইলি বাহিনী অগ্রসর হতে পারছেনা। এদিকে ইরানের সিরিয়া স্থাপনায় গতকাল ইসরাইল হামলা চালিয়েছে। গাডজায় ত্রানুি বতরনে ও প্রবেশে ইসরাইলি বাহিনী বাধা দেওয়ায় দৃশ্যতঃ পুরো গাজায় ক্ষুধা ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ অতি দ্রুত সময়ে নিরাপত্তা পরিষদের সভা আহবান করতে যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্টানটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com