মনিরামপুর (যশোর) প্রতিনিধি \ যশোরের মনিরামপুরে জালঝাড়া ছিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসায় নুরানি ও হেফজ শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার সদও ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা নিস্তার ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। পরে মাদ্রাসার বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষনা করা হয়। মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুফতি মফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়া প্রবাসী বিএনপি নেতা আলী হোসেন, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান।আইসিটি শিক্ষক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন ভোজগাতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সাত্তার দফাদার, মাওলানা ওয়ায়েজ উদ্দীন, আব্দুর রশিদ তরফদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, ইউপি সদস্য আনিচুর রহমান, প্রভাষক মুফতি আনিসুর রহমান প্রমুখ।