শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন

জাহাজ থেকে পড়ে ২ বাংলাদেশির মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

এফএনএস বিদেশ : সিঙ্গাপুরে জাহাজ থেকে পড়ে গিয়ে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত সোমবার কেপেল কর্পোরেশনের মালিকানাধীন তুয়াসের একটি শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস। সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয় (এমওএম) গত মঙ্গলবার জানিয়েছে, ওই দুই বাংলাদেশির বয়স ৩০ ও ৪২ বছর। আরেক বাংলাদেশি শ্রমিকের সঙ্গে তারা ডকইয়ার্ডে রাখা জাহাজটির চারপাশে তৈরি করা মাচায় দাঁড়িয়ে কাজ করছিলেন। রাত ১০টার দিকে মাচার একটি অংশ হঠাৎ করে ভেঙ্গে যায়। এতে দুজন নিচে পড়ে যায় এবং অপরজন মাচার একটি অংশ ধরে ঝুলে থাকে। নিচে পড়ে যাওয়া দুজনকে পরে চিকিৎসক মৃত ঘোষণা করে। আহত অপর বাংলাদেশিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স¤প্রতি সিঙ্গাপুরে কর্মস্থলে দুর্ঘটনাক্রমে মৃত্যুর সংখ্যা বেড়েছে। ২০২০ সালে দেশটিতে ৩০ শ্রমিক মারা যায়। ২০২১ সালে বেড়ে ৩৭ জন হয়। চলতি বছর ইতোমধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com