ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ ৩০ ডিসেম্বর সোমবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাসানুজ্জামান সুমন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের জমিদাতা সদস্য মুনতাজ আলী সরদার,সাংবাদিক আবু সাইদ, আমিনুল হক, এম এ মাজেদ,মো: ইমরান হোসেন এবং বিদ্যালয়ের পিটিএ সদস্য জাহাঙ্গীর আলম। বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থী দিশা মল্লিক, নিয়মিত উপস্থিতি ২৯ জন শিক্ষার্থী, বিদ্যালয় পরিস্কার পরিচ্ছন্নতা রাখার অবদানে ৭জন, বিদ্যালয়ের আসবাবপত্র রক্ষণাবেক্ষণে স্বচেষ্ট থাকায় ৬জনসহ প্রত্যেক শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মধ্যে অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শংকর কুমার সাধুখাঁ, অম্ভিকা রানী মন্ডল, সীমা রানী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাসানুজ্জামান সুমন।