এফএনএস স্পোর্টস: বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে জিম্বাবুয়ে যাচ্ছেন ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ ও পেসার এবাদত হোসেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়েন তারা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। সেই ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন ইনফর্ম ওপেনার লিটন কুমার দাস। এশিয়া কাপেও অনিশ্চিত লিটন। গত শুক্রবার চোট পেয়েছেন শরীফুল ইসলাম ও মুশফিকুর রহীমও। এ জন্যই নাঈম-এবাদতকে সিরিজের বাকি ম্যাচগুলোর স্কোয়াডে রাখা হয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ রোববার। সিরিজ জয়ের আসা বাঁচিয়ে রাখতে সেই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।