রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

“জীবনের কড়চা” শেখ মফিজুর রহমান, (সিনিয়র জেলা ও দায়রা জজ) শরীয়তপুর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

মানুষের জনসমূদ্রে একা থাকি
কত মানুষ ছুটছে কত রকম উদ্দেশ্যে
নীরবে বসে থাকি তাল মিলাতে পারি না।
রাতের গভীরে হঠাৎ ঘুম ভাঙলে ভাবি-
কে আমি?
কতটুকু কী করেছি জীবনে?
কত কিছু করার ছিলো
কত ছোট ছোট অপূর্ণ আশা ছিলো
পূর্ণ হয় নি কোন কিছুই!
সবার দাবি, আবদার আর চাহিদা
মেটাতে
আমি যন ভুলেই গিয়েছি
আমার কী চাওয়ার ছিলো!
আমি এক ফোঁটা বৃষ্টি
স্পর্শ করতে চেয়েছি!
সকালের হালকা রোদে
নীরবে বসে থাকতে চেয়েছি!
কিন্তু জীবন যুদ্ধে দৌড়াতে দৌড়াতে
কখন বর্ষাকাল চলে গেলো
আর কখন চলে গেলো
সকালের সোনামাখা মিষ্টি রোদ
আমি বুঝতেও পারিনি
কখন দিন হয়
কখন রাত নামে সব আলো নিভে
ভোরের শিশির কখন পড়ে
রাতের নির্জনতা কখন আসে
জানি না কিছুই
অনুভব করার সময়ই হয় নি।
এভাবে কখন নিজের জীবনের
মুহুর্তগুলো শেষ হয়ে যাবে
আর আমি আমার জীবনের
ঠিক শেষ মুহুর্তে
আফসোস করবো-
সারা জীবন দৌড়েছি শুধু
কিসের নেশায়
কিসের আশায়
কিছুই বুঝি নি!
আজ চলে যাওয়ার মুহুর্তে
সঙ্গী হিসেবে
আছে শুধুই-
আফসোস!
না পাওয়ার অতৃপ্তি!

[জীবনে না পাওয়ার হতাশায় আমরা যারা নিমজ্জিত থাকি, কিন্তু পাওয়ার পুলকে আনন্দিত হই না, এমন মানুষের সংখ্যা বেশি–এই বোধ থেকেই এই কবিতা।]

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com