শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আসাদুজ্জামানের সুমন আর নেই কালিগঞ্জে ইয়াবা মোটরসাইকেলসহ তিন জন আটক আশাশুনি এসএসসি ও সমমান পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ৯৯ আশাশুনিতে জেলা বিএনপির নেতৃবৃন্দের ভাঙন দূর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ^বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত খুলনায় মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত খুলনায় যৌথ অভিযানে জুযা খেলার সরঞ্জাম নগদ টাকা সহ ৪ জন আটক পানির অভাবে কাশিমাড়ীর সিংহভাগ জমি ধান চাষ থেকে বঞ্চিত বিষ্ণুপুর কলা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত কালিগঞ্জের মুকুন্দপুর দারুস সুন্নাত মাদ্রাসায় ইছালে ছওয়াব ওয়াজ মাহফিল ও হিজবুল্লাহ সম্মেলন

জুনের মধ্যে সংসদীয় সীমানা পুনর্নিধার্রণের পরিকল্পনা ইসির

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী জুনের মধ্যে আসনগুলোর সীমানা পুনর্নিধার্রণ শেষ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদে আমাদের যে টার্গেট, তা ফুলফিল হয়ে গিয়েছে এবং জুনের মধ্যে আমরা এটা চূড়ান্ত করতে পারব। সীমানা পুনর্নির্ধারণ আইনে কিছু প্রিন্ট মিস্টেকসহ আমরা কিছু প্রস্তাব পাঠিয়েছিলাম আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য। সেটার চূড়ান্ত কপি আমরা হাতে পাইনি। হয়তো এটি প্রক্রিয়াধীন আছে। সংশোধনীটা হলে ডিলিমিটেশন করতে পারব। অন্যথায় যেভাবে আছে সেভাবে নির্বাচনটা করতে হবে। এটা আমাদের জুনের ভেতরে করার পরিকল্পনা। এই নির্বাচন কমিশনার আরও বলেন, আমরা পোলিং পারসনদের যে প্যানেল, সেই প্যানেলটাও আমরা জুলাই—আগস্টের দিকে প্রস্তুত করে ফেলব। রাজনীতিবিদসহ অন্যান্য স্টেকহোল্ডার যারা আছে, আইনশৃঙ্খলা বাহিনী, তাদের সঙ্গে আমাদের মতবিনিময় হবে। কোন সময়কে ধরে নিয়ে কাজগুলো শেষ করতে চাচ্ছেন, জানতে চাইলে আনেয়ারুল ইসলাম বলেন, আমরা জুলাই—আগস্টের মধ্যেই প্রস্তুত থাকার চিন্তা করছি। কারণ আমাদের যে সংশোধনীগুলো আইনে আসছে সেগুলোর ম্যানুয়াল পাবলিশ করতে হবে। এই জিনিসগুলো আবার ডিস্ট্রিবিউট করতে হবে। তারপরে মাঠ পর্যায় থেকে সব পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এই যে বিশাল কর্মযজ্ঞ; অক্টোবরে যদি আমরা তফসিল ঘোষণার চিন্তা করি তাহলে জুলাই আগস্টের ভেতরে আমাদের সমস্ত প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ডিসেম্বরকে টার্গেট করে সব ধরনের কাজ এগিয়ে নিচ্ছি। জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনা থাকে, বিষয়গুলো আপনারা কতটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটা নির্বাচন হলো রাষ্ট্রের প্রতিটা অরগানের সহযোগিতার একটা ইন্টিগ্রেটেড রেজাল্ট। এখানে আমাদের বিশ্বাস নির্বাচন কমিশনকে সবাই সহযোগিতা করবে এবং এবারের নির্বাচন সবাই চাচ্ছে নজিরবিহীন সুন্দর নির্বাচন হবে। নির্বাচন কমিশনার আরও বলেন, নির্ভেজালভাবে নিরপেক্ষহীনভাবে এই কমিশন কাজ করতে সক্ষম। যেকোনো মূল্যেই হোক একটা ভালো নির্বাচনের বিকল্প নাই। সবাই নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে। সবার সহযোগিতা পেলে একটা ভালো নির্বাচন হবে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় যারা ভিআইপি রয়েছেন, তারা যাতে মুভমেন্টের সময় কোনো রাজনৈতিক দলের পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করতে না পারে, সে বিষয়টা আচরণবিধিতে আছে। সেটার সাথে নির্বাচিত সরকারের বাইরে ও বর্তমানে অন্তর্বর্তী সরকার রয়েছে, ভবিষ্যতে কেয়ারটেকার সরকারও থাকতে পারে, সে ক্ষেত্রে পদ—পদবির দিক থেকে অন্যান্য ভিআইপি, মন্ত্রী—এমপিদের সঙ্গে আমরা উপদেষ্টা শব্দটিও প্রস্তাব করব। আমরা এখনো পুরোপুরি খসড়াটা করি নাই। পরে নির্বাচন কমিশন যদি চূড়ান্তভাবে অনুমোদন করে তাহলে এটি চূড়ান্ত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com