এফএনএস: বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান প্রধান ওয়াকার—উজ—জামান। তিনি আহতদের মনোবল দৃঢ় রাখার আহ্বান জানিয়ে বলেন, সেনাবাহিনী তাদের সহায়তা অব্যাহত রাখবে এবং পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবে। গতকাল রোববার সেনামালঞ্চে জুলাই আন্দোলনে আহতদের সম্মানে আয়োজিত এক বিশেষ ইফতার অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। তিনি জানান, এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে ৪২০০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। সেনাপ্রধান বলেন, ‘আহতদের আর্থিক সহায়তা দিতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি, বিভিন্ন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছে, যা অত্যন্ত প্রশংসনীয়।’ তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনে আহতরা জাতির কৃতি সন্তান। তাদের আত্মত্যাগ ও সাহসিকতার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের দায়িত্ব তাদের পাশে থাকা, যাতে তারা কখনো নিরাশ না হন। আমরা আশ^াস দিচ্ছি, সেনাবাহিনী তাদের সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করবে।’ সেনাপ্রধানের এই বক্তব্য উপস্থিত অতিথি ও আহতদের মধ্যে আত্মবিশ^াস জাগিয়ে তোলে। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, জুলাই আন্দোলনের আহত ব্যক্তিরা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।