স্টাফ রিপোর্টার ঃ ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে জুলাই বিপ্লবে শহীদ পরিবার আহত ও কারবনকারীদের উপলক্ষে সম্মাননা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আরাফাত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত হয়েছিলেন জুলাই বিপ্লবে কেন্দ্রীয় অন্যতম সমন্বয়কের দায়িত্ব পালন করা হাসনাত আব্দুল্লাহ।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোহাইল মাহদীন,মোহিনী তাবাসসুম, আহতদের মধ্যে বক্তব্য রাখেন নাহিদুল ইসলাম, জিল্লুর রহমান , শিমুল আহমেদ। কারা বরণকারীদের মধ্যে বক্তব্য রাখেন দিপু ইসলাম। শহীদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন শহীদ আসিফের জমজ ভাই রাকিব। এ সময় বক্তারা বলেন আমরা ফ্যাসিবাদ সরকার ও সরকারের সন্ত্রাসী বাহিনীর মরনাস্ত্র ও গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছিলাম।তারা নির্বিচার আমাদের নিরীহ নিরস্ত্র ছাত্রদেরকে হত্যা করেছে, পিটিয়ে রক্তাক্ত যখম করেছে।আমাদের সেই ভাইদের রক্ত বৃথা যেতে দিতে পারি না। আমরা আগামীতেও ঐক্যবদ্ধ ভাবে কাজ করে দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে ও সাধারণ মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাব।ফ্যাসিবাদ সরকার পতনে জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সকলকে সম্মাননা প্রদান পরবর্তী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আরাফাত হোসেন।