এফএনএস: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) কেন্দ্রীয় সভাপতি ও দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে জুয়েলারি শিল্প শিগগিরই বিশ্ব বাজারে অবদান রাখবে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাজুস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্থানীয় সন্ধ্যা কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় বক্তারা এ মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম বলেন, জুয়েলারি শিল্পে আমরা ৪০ বছরে যা করতে পারিনি বাজুসের কেন্দ্রীয় সভাপতি সায়েম সোবহান আনভীরের দক্ষ নেতৃত্বের কারণে মাত্র ১০ মাসে তা সম্ভব হয়েছে। সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে জুয়েলারি শিল্প আলোর মুখ দেখেছে। যেকোনো সমস্যা সমাধানে আমরা সভাপতির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। জেলা সভাপতি মো. মোস্তাকিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সমিত ঘোষ অপু, কার্যনির্বাহী সদস্য ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপ এর কার্যনির্বাহী সদস্য সচিব মো. রিপনুল হাসান ও বাজুস এর কার্যনির্বাহী সদস্য মো. ফেরদৌস আলম শাহীন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বাজুস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-সম্পাদক শ্রী বাসুদেব নন্দি প্রমুখ। বাজুস নেতারা বলেন, বাজুসের কেন্দ্রীয় সভাপতি ও দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্র“পের কর্ণধার সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে জুয়েলারি শিল্প আলোর মুখ দেখেছে এবং তারই নেতৃত্বে এই প্রতিষ্ঠান সমৃদ্ধ হয়ে খুব শিগগিরই জুয়েলারি সামগ্রী বিদেশে রপ্তানি করা হবে। এর আগে চাঁপাইনবাবগঞ্জ জুয়ালারি সমিতির প্রয়াত নেতাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।