আশাশুনি প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) নির্বাচিত হয়েছে আশাশুনি সরকারী কলেজ। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করা হয় প্রতিষ্ঠানটিকে। মাত্র ৭মাস যোগদান করে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের উপযোগী করে গড়ে তোলার কৃতিত্ব কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদের এমনটি মনে প্রানে বিশ্বাস প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে গঠিত কমিটির ঘোষিত ফলাফল পেয়ে আবেগ আপ্লুত অধ্যাক্ষ মোঃ আবুল কালাম আজাদ বলেন, এ কৃতিত্ব শুধু আমার একার নয়। এ কৃতিত্ব সমস্ত শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দের। যারা সঠিক ভাবে তাদের দ্বায়িত্ব-কর্তব্য পালন না করলে, আমার দিক-নির্দেশনা মেনে না চললে আমার একার পক্ষে কলেজটিকে এই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না। তিনি আরও বলেন, নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ যদি প্রতিষ্ঠানের প্রতি ইতিবাচক দৃষ্ঠিভঙ্গি না দেখাতেন তবে প্রতিষ্ঠানের জন্য ভালো কিছু উপহার দেয়া কখনই সম্ভব হতো না। এ সাফল্যের জন্য তিনি কলেজের অভিভাবক সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডাঃ আ ফ ম রুহুল হক এমপি, আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক-কর্মচারী, সাধারন ছাত্র-ছাত্রীবৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট সাংবাদিকবৃন্দ ও স্থানীয় সুধীবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।