স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক জিপি এড. আবুল হোসেন (২) আর নেই। তিনি গতকাল বিকাল ৫টায় ৪০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি——-রাজিউন)। জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহরের পলাশপোল এলাকার বাসিন্দা এড. আবুল হোসেন (২), দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী ১ পুত্র ৩ কন্যা আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ সকাল সাড়ে ১০টায় মরহুমের প্রথম জানাযা কোট চত্বরে অনুষ্ঠিত হবে। বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি সাগর দাড়ি ২য় জানাযা শেষে পারিবারীক কবর স্থানে দাফন সম্পন্ন করা হবে।