সাতক্ষীরা জেলা এল.পি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের এক সভা বৃহস্পতিবার রাতে লেকভিউ সম্মেলন কক্ষে অনষ্টিত হয়েছে। সভায় এল.পি গ্যাস ডিস্ট্রিবিউটর নন এমন অসাধু কিছু ব্যবসায়ী খুলনা থেকে ডিজেল ও কেরোসিন বহনকারী লরি ট্রাকের মাথায় করে অত্যন্ত ঝঁুকিপূর্ণ অবস্থায় এল.পি গ্যাস সিলেন্ডার বহন করে আনার বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এল.পি গ্যাস ডিস্ট্রিবিউট ব্যতীত অন্য কোন অসাধু ব্যবসায়ী যাতে অবৈধ পন্থায়, ঝঁুকিপূর্ণ পরিবেশে বাইরের জেলা থেকে ডিজেল ও কেরোসিন বহনকারী লরি ট্রাকের মাথায় অবৈধ ভাবে এল.পি গ্যাস সিলেন্ডার আনতে না পারে সে ব্যাপারে কঠোর সিদ্ধান্ত গ্রহন করা হয়। নেতৃবৃন্দ বলেন, খুলনা থেকে ডিজেল ও কেরোসিন বহনকারী লরি ট্রাকের মাথায় আলাদা খোলা খাঁচা তৈরী করে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় এল.পি গ্যাস সিলেন্ডার বহন করে নিয়ে আসছে সাতক্ষীরার চিহ্নিত কিছু অসাধু ডিজেল ও কেরোসিন ব্যবসায়ী। এটি অবৈধ শুধু নয়, চরম ঝুঁকিপূর্ণও বটে। এটি বন্ধ না হলে যেকোন সময় বড় ধরনের একটি জীবনহানীর কারন ঘটে যেতে পারে। এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সাতক্ষীরা জেলা এল.পি গ্যাস ডিস্ট্রিবিউট এসোসিয়েশনের নেতৃবৃন্দ। সাতক্ষীরা জেলা এল.পি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক এম কামরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো: রাশেদুজ্জামান রাশি। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সাবেক সভাপতি এড. গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ মো: ছবুর আলম, আহসান উদ্দিন, শেখ তানভীর হোসেনডা: মো: সাহিনুর আলম, আসাদুজ্জামান, মো: রুহুল আমিন, রাজিব হাসান, রোহান মাহমুদ প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি