স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ভারতীয় ২০ বোতল ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী দেবহাটা উপজেলার মাঝসখিপুর গ্রামের মোঃ হাসান আলীর পুত্র জাহাংগীর হোসেন মোল্লা(৪০)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, দেবহাটা থানা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা, ও সহযোগিতায় বিশেষ অভিযান চলাকালে গতকাল বেলা ১১ টায় ৪৫ মিনিটে সখিপুর ইউনিয়ন পরিষদের সামনে সাতক্ষীরা টু কালিগঞ্জ সড়কের উপর হইতে অবৈধ মাদকদ্রব্য ভারতীয় ২০ বোতল ফেন্সিডিল সহ আসামী জাহাংগীর কে আটক করে। আটককৃতের বিরুদ্ধে দেবহাটা থানার মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা পূর্বক আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ এই তথ্য নিশ্চিত করেছেন।