স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেকসহ-সভাপতি যুব লীগের নেতা মো: জাহিদ হাসান বাপ্পি আর নেই। তিনি গতকাল ভোর রাতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। সে সদর উপজেলার ইন্দ্রিয়া গ্রামের মুনসুর আলীর পুত্র। তবে দীর্ঘদিন শহরের রসুলপুর এলাকায় বাসকরতেন। বাপ্পি সাতক্ষীরা ছাত্র জীবনে খুলনা সরকারি বিএল কলেজে লেখাপড়া সুবাদে ছাত্রলীগের রাজনৈতিক সাথে সম্পৃক্ত ছিলেন। কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও হল সভাপতি সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। সে খুলনায় ছাত্রলীগের নেতা হিসাবে ব্যাপক পরিচিত রয়েছে। শুধু তাই নয় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন কালে শহরের অতি পরিচিত মুখ হিসাবে তুলে ধরতে সক্ষম হন। সদা হাস্যউজ্বল বাপ্পি সকল শ্রেণী পেশার মানুষের কাছে প্রিয় ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮বছর। তিনি পিতা, ভাই,স্ত্রী, ১পুত্র ১ কন্যা আত্মীয়স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল জেলা পরিষদ চত্বরে প্রথম জানাযায় বক্তব্য রখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ওজেলা পরিষিদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, খুলনা সরকারি বিএলকলেজের ছাত্রলীগের সাধারন সম্পাদক আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান হোসেন, উপস্থিত ছিলেন জেলা আ’লীগের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু, কাজী আক্তার হোসেন, আহম তারেক উদ্দীন, নেতা শেখ হারুন অর রশিদ, শেখ এজাজ আহমেদ স্বপন, এসএম শওকত হোসেন, যুবনেতা পারভেজ, মিজানুর রহমান, তানভীর হোসেন সুজন, ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান সহ রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতি অঙ্গন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় গ্রামের বাড়ি দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার অকাল মৃত্যুতে পরিবার, রাজনৈতিক অঙ্গন সহ এলাকাবাসীর মাঝে শোকেরছায়া নেমে এসেছে।