স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বুধবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল-রাজির সাথে মত বিনিময় করেন। একই দিনে সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির ও চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হুমায়ুন কবিরের সাথে ও মত বিনিময় করেন। নবনিযুক্ত পুলিশ সুপার জেলার আইন শৃংখলা রক্ষার্থে সহযোগিতা প্রত্যাশা করেন। সৌজন্য সাক্ষাত কালে পুলিশ সুপার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন নিয়ে লেখা মহামূল্যবান বই উপহার প্রদান করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।