স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির বর্শিয়ান নেতা নুরুল ইসলামের শয্যা পাশে জেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদক মো: মশিউর রহমান বাবু। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় সাতক্ষীরা সদর হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন প্রবীন নেতার নুরুল ইসলামের শয্যা পাশে যান জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির সাধারন সম্পাদক ও জেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদক মো: মশিউর রহমান বাবু। এসময় তিনি দীর্ঘ সময় প্রবীন নেতার পাশে অবস্থান করেন। পরে পরিবারের সদস্যদের সাথে কথা বলে তার চিকিৎসার সার্বিক খোজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো: শরিফুজ্জামান বিপুল।