বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

জেলা তথ্য অফিসের আয়োজনে কুমিরা মহিলা ডিগ্রি কলেজে নারী সমাবেশ অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

উন্নত রাষ্ট্র ও জাতি গঠন, স্মার্ট বাংলাদেশ ও ভিশন: ২০৪১ বাস্তবায়ন এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ২৫ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার সকাল ১০টায় তালা উপজেলার কুমিরা মহিলা ডিগ্রি কলেজ হলরুমে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুমিরা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ লুৎফুন আরা জামানের সভাপতিত্বে¡ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রত্যেক নারীকে তার লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পুরুষের পাশাপাশি নারীদের সমানভাবে ভুমিকা পালন করতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র গঠনে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠতে হবে। অনুষ্ঠানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন, জেলা তথ্য অফিসার, মোঃ জাহারুল ইসলাম। জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, জাতীয় মহিলা সংস্থা, তালার চেয়ারম্যান সুতপা রাহা, কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার নির্বাহী সম্পাদক নুর মোহাম্মদ পাড়, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আসাদুল হক, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ঘোষ শরজিৎ কুমার, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক উম্মে সালমা, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সমন্বয়কারী রেহেনা পারভীন। নারী সমাবেশ অনুষ্ঠানে তিন শতাধিক নারীর অংশগ্রহণে উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে করণীয়, ভিশন-২০৪১ বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার নিশ্চিতকরণ, গুজব, অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ, তথ্য অধিকার আইন, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে বক্তাগণ বক্তব্য প্রদান করেন। অংশগ্রহণকারীদের মধ্য হতে বক্তব্য প্রদান করেন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পূজা কুন্ডু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com