স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী” শীর্ষক প্রকল্পের অধীনে জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালির্গঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা: শেখ তৈয়েবুর রহমান। এছাড়াও কালিগঞ্জ উপজেলার ১২ (বার) টি ইউনিয়নের চেয়ারম্যানগণ, সরকারি কমর্র্কতাবৃন্দ, কলেজের অধ্যক্ষ, স্কুল-মাদ্রাসার প্রধান শিক্ষকগণ, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধি, ইমাম-পুরোহিতসহ মোট ৪৫ জন উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় যৌতুক এবং বাল্য বিবাহ প্রতিরোধ, করোনা ভাইরাস প্রতিরোধ ও টিকা প্রদান, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, স্যানিটেশন, পরিবেশ ও জন্ম-নিবন্ধন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা কার্যক্রমসমূহ, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচীসমূহ, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা ইত্যাদি বিষয়ের উপর সম্পদ ব্যক্তিগণ বিষয় বিত্তিক আলোচন করেন।