শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল সকাল ১০টায় গ্রামীণ জীবনমান উন্নয়নের লক্ষ্যে “প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার” শীর্ষক কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উপজেলার বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা মাঠে জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মোঃ হাশেম আলী। ভিডিও কলে সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার, ফাতেমা জোহরা, বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আবুল কালাম আজাদ, উদীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আশাশুনি সমন্বয়কারী রেহেনা পারভীন, ফিল্ড অর্গানাইজার শিউলী সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেন্ডার প্রোমোটার ও সাংবাদিক এস কে হাসান প্রমুখ। জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় মহিলা সমাবেশ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ (ব্র্যান্ডিং), মাদকের ভয়াবহতা প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, সন্ত্রাস দমন, নারী শিক্ষা ও জেন্ডার সমতা, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের সাফল্য ইত্যাদি বিষয়ে বক্তাগণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বুধহাটা এলাকার প্রায় দুইশত নারী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com