ফরিদুল কবির, মথুরেশপুর থেকে \ কালিগঞ্জের বসন্তপুরে প্রস্তাবিত নৌ-বন্দর পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম, নুর ইসলাম। গতকাল বিকেলে উপজেলার সিমান্তবর্তী কালিন্দী, ইছামতি ও কাঁকশিয়ালী নদীর ত্রি-মোহনায় প্রস্তাবিত নৌ-বন্দর সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, জেলা নাগরিক অধিকার কমিটির নেতৃবৃন্দ সহ বিশিষ্ঠ জনেরা বসন্তপুরে পুনরায় নৌ-বন্দর চালুর জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। বন্দরটি চালু হলে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান ও জীবন মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। তাছাড়া এই এলাকার অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে। বন্দরটি দ্রুত বাস্তবায়ন পরিদর্শন কালে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোলা, চীফ রিপোর্টার মাছুদুর জামান সুমন, ম্যানেজার বুলবুল আহমেদ, বিশেষ প্রতিনিধি এসএম জাকির হোসেন, রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনি, কালিগঞ্জ প্রতিনিধি এস,এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, কৃষ্ণনগর প্রতিনিধি আব্দুল মজিদ, মথুরেশপুর প্রতিনিধি ফরিদুল কবির, বিষ্ণুপুর প্রতিনিধি আলমগীর হোসেন, দক্ষিন শ্রীপুর প্রতিনিধি শাহাদাৎ হোসেন, পত্রিকা পরিবেশক রবিউল ইসলাম, ভগিরথ ঘোষ, আব্দুস সোবহান, রফিকুল ইসলাম প্রমুখ।