সাতক্ষীরার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোঃ নজরুল ইসলাম এর সাথে মতবিনিময় করেছেন প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ি, সাতক্ষীরার সদস্যরা। গতকাল সকালে চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন পিপি এড. ওসমান গণি, এমআর পরিবহনের চেয়ারম্যান শেখ নুরুল হক, স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দীন রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক সেলিম হোসেন প্রমুখ। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলামকে সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তুলে ধরা হয়। তিনি মানুষের কল্যানে কাজ করার আহবান জানান। এ সময় সংগঠনের ২০২৪ সালের ক্যালেন্ডার প্রদান করা হয়।