শিবপুর প্রতিনিধি \ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম সদর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে দিন ব্যাপি মতবিনিময় করেন । বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ঘোনা, বৈকারী, কুশখালী, আগরদাঁড়ী ও শিবপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও চেয়ারম্যানদের সাথে আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় করেন। এসময় তিুিন সকলের কাছে দোয়া চান উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য এস এম সওকত হোসেন, সদর উপজেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ,সাতক্ষীরা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তানভীর হোসাইন সুজন, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ ও আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন মিলন ফিংড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সামছুর রহমান প্রমূখ।