স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরন করা হয়েছে। গতকাল দুপুরে জেলা পরিষদের সদস্য যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবুর উদ্যোগে বাঁকাল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। এ সময় জেলা পরিষদের সদস্য যুবনেতা বাবু বলেন, ঐতিহাসিক ১০ জানুয়ারি দীর্ঘ প্রতীক্ষা আর উৎকণ্ঠার অবসান ঘটিয়ে স্বাধীন দেশের মাটিতে পা রাখেন মুক্তির মহানায়ক। প্রিয়নেতাকে কাছে পেয়ে সেদিন সাড়ে সাত কোটি বাঙালী নতুন করে বেঁচে থাকার প্রেরনা পেয়েছিল। সেদিনই তারা সোনার বাংলা হিসাবে গড়ে তোলার দীপ্তমন্ত্রে ঐক্যবদ্ধ হয়েছিল। সেই থেকে এই দিনটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসাবে পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, ওয়ার্ড আ’লীগের সভাপতি নারান চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলী, যুবলীগ নেতা শেখ শাকিল আহমেদ, আনোয়ার হোসেন, সায়েদুজ্জামান সাগর, রুহুল, আকবর, নজরুল, রকিব, টগর, লতিফ প্রমুখ।