শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শ্যামনগরে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময় করলেন নজরুল ইসলাম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ অক্টোবর, ২০২২

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শ্যামনগর উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করলেন আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। আগামী ১৭ অক্টোবর ২০২২ জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গতকাল ১১ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০টায় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদ ও সুশীল সমাজের নেত্রীবৃন্দের উপস্থিতিতে উপজেলা আ’লীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি এ্যাডঃ এস এম জহরুল হায়দার বাবু এর সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ-জামান সাইদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। মতবিনিময় কালে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ পরিচালনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অবিরাম গতিতে। বাংলাদেশ স্বাধীন হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরে, আর বঙ্গবন্ধুর কন্যার দক্ষ পরিচালনায় দেশে লেগেছে উউন্নয়নের ছোঁয়া। পদ্মাসেতু, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু ট্যানেল, পায়রাবন্দর, মেট্রো রেল সহ বিভিন্ন মেগা প্রকল্প গুলো বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে উপমহাদেশের সেরা দেশ। আমি নির্বাচিত হতে পারলে মাননীয় প্রধানমন্ত্রীর জনকল্যাণমূলক কার্যক্রম গ্রাম পর্যন্ত পৌছে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার ‘গ্রাম হবে শহর’ সেটি বাস্তবায়নে কাজ করে যাব ইউপি চেয়ারম্যান মেম্বরদের সাথে নিয়ে। আপনারা আজ যতগুলো দাবী আমার নিকট করেছেন আমি নির্বাচিত হতে পারলে আপনাদের সকল দাবী পূরন করার জন্য সার্বিক চেষ্টা করব। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে জেলা পরিষদ নির্বাচনে তাকে বিজয়ী করতে মোটরসাইকেল প্রতীকে সকলকে ভোট দেওয়ার আহবান জানান এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দিন, (ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য রাখেন) শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক লাইলা পারভিন সেজুতি, দপ্তর সম্পাদক হারুনার রশিদ, সদস্য আলহাজ্ব শওকত হোসেন, কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী, শ্যামনগর মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট সহ নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com