স্টাফ রিপোর্টার \ আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন বাংলাদেশ আ’লীগের মনোনীত জেলা আ’লীগের সাঃ সম্পাদক আলহাজ মোঃ নজরুল ইসলাম। তিনি গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের নিকট মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এক ফজলুল হক, জেলা আ’লীগের যুগ্ম সাাঃ সম্পাদক আলহাজ মোঃ আসাদুজ্জামান বাবু, জেলা আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডাঃ মুনছুর আহমেদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, নির্বাহী কমিটির সদস্য এসএম শওকত হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম মারুফ তানভীর হোসাইন সুজন, পৌর আ’লীগ সাঃ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, ফিংড়ি ইউনিয়ন আ’লীগের সাঃ সম্পাদক শামসুর রহমান। মনোনয়নপত্র জমা দিয়ে আ’লীগের মনোনিত প্রাথী আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলাম। বিগত দিনে জেলার উন্নয়নে ব্যাপক কাজ করেছি। ভোটারদের সমর্থনে জয়লাভ করে আমার অসমাপ্ত উন্নয়ন কাজগুলি শেষ করবো। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। এসময় আ’লীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।