ফিংড়ী প্রতিনিধি \ সাতক্ষীরায় আগামী ১৭ই অক্টোবর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে মত বিনিময় করেছেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব নজরুল ইসলাম। তিনি সকাল ১০টায় সদরের ফিংড়ী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব নজরুল ইসলাম তিনি বলেন, বিগত সময়ে জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। মহামারী করোনা কালে পরিষদের পক্ষে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি শেখ আব্দুর রশিদ, সাবেক সভাপতি শওকত হোসেন, ফিংড়ী ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ সামছুর রহমান, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাছুম, উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হোসেন সুজুন সহ স্থানীয় নেতৃবৃন্দ। উলেখ্য তিনি গতকাল সদরের বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদে মতবিনিময় করেন।