দেবহাটা অফিস \ সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চার নং ওয়ার্ড সদস্য প্রার্থী প্রাক্তন চেয়ারম্যান নজরুল ইসলাম নির্বাচনের মাঠে আছেন এবং নিরবিচ্ছিন্ন ভাবে সম্মানিত ভোটার চেয়ারম্যান, মেম্বরদের দ্বারে ভোট প্রার্থনা অব্যাহত রেখেছেন। অন্যদিকে একটি কুচক্রী মহল নজরুল ইসলামের স্বাক্ষর জাল করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে মিথ্যা প্রচারনা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন দেবহাটা সদর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে চার নং ওয়ার্ড তালা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম। সদস্য প্রার্থী নজরুল ইসলাম লিখিত বক্তব্যে আরও বলেন তিনি সম্পূর্ণ সুস্থ, এবং বিরামহীন ভাবে ভোট প্রার্থনা করে চলেছেন। প্রার্থীতা প্রত্যাহার বা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি মিথ্যা, ভিত্তিহীন, তথ্য সন্ত্রাস ও ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। ষড়যন্ত্রকারী ও চক্রান্তকারীদের বিষয়ে সম্মানিত ভোটার ও জনসাধারন নিশ্চয়ই তাদের রায় প্রদান করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন সদস্য প্রার্থী নজরুল ইসলাম।