মীর আবুবকর \ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগের সাঃ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল বেলা ১১টায় শহরের সুলতানপুরস্থ জেলা পরিষদের প্রশাসকের বাস ভবনে যান নেতৃবৃন্দ। এসময় আলহাজ মোঃ নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। সাক্ষাৎ শেষে মিষ্টিমুখ করান ও ফুলেল শুভেচ্ছা জানান। জেলা পরিষদের প্রশাসক আলহাজ মোঃ নজরুল ইসলাম তাদের ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির জেলা সভাপতি গৌর দত্ত, সাঃ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, সহ-সাধারণ সম্পাদক রবিন মলিক, কোষাধ্যক্ষ সুমন সরকার, প্রচার সম্পাদক আশিষ মৈত্র সহ জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।