শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

জেলা প্রশাসক দেখবেন কি? কুলিয়ার আন্দুল পোতা কাঠের ব্রীজই শিশুদের জন্য বিপদজনক: ঘটতে পারে দূর্ঘটনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

দেবহাটা অফিস ॥ দেবহাটার কুলিয়া ইউনিয়নের আন্দুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম বিপদজনক এবং অস্বস্থিকর পরিস্থিতির সাথে যুদ্ধ করে বিদ্যালয়ে পৌছাচ্ছে। আগামী দিনের বাংলাদেশ এই সকল শিশুদেরকে বিদ্যালয়ে যেতে প্রানন্তকর যুদ্ধ করতে হচ্ছে সড়ক এবং স্কুল আঙ্গিনা হতে প্রায় বিচ্ছিন্ন প্রায় ভেঙ্গে পড়ার উপক্রম কাঠের পুলের সাথে। স্বাভাবিক ভাবে খাল ও নদীতে যে ব্রীজ বা পুল থাকে তা সড়কের সাথে সম্পৃক্ত হতে হয়। এ ক্ষেত্রে সড়কের সাথে কাঠের ব্রীজটিকে সংযোগ ঘটিয়েছে একটি সরু তকতা কয়েক হাত দৈর্ঘ্য উক্ত তকতারই ব্রীজে ওঠার একমাত্র অবলম্বন। ৫/১০ বছরের শিশুরা উক্ত তকতাকে প্রবেশ পথ এবং নির্মগম পন্থা মেনে নিয়েই জীবনের ঝুকি নিয়ে পারাপার হচ্ছে। একতা সরে গেলে, ভেঙ্গে পড়লে না তকতা হতে পড়ে গেলে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা যে ঘটবে না তার নিশ্চয়তা নেই। ব্রীজটির সার্বিক পরিস্থিতি বলে দিচ্ছে কোমলমতি শিক্ষার্থীদেরকে দূর্ঘটনা আমন্ত্রন জানাচ্ছে। দূর্ঘটনা প্রবন, যাতায়াতের অনুপোযুক্ত ব্রীজটি নিশ্চিত জানান দিচ্ছে তার অক্ষমতা তবুও শিশুদের বিদ্যালয়ে যাওয়ার অবলম্বন ব্রীজটি। শিশুর প্রতি ভালবাসা, শিশুর মঙ্গল কামনা শিশু নিরাপত্তা সবই যেন বিদ্রুপ করছে ব্রীজটি কে কেন্দ্র করে। গ্রামটির সর্বাপেক্ষা সৌন্দর্যমন্ডিত বিল্ডিং টি আন্দুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। খোজ নিয়ে জানাগেছে অভিভাবকরা নিজেরা তাদের সন্তানদের অর্ধমৃত ব্রীজটি পার করিয়ে দিচ্ছে। আবার ঝুকি নিয়ে অভিভাবকদের কেউ কেউ সন্তানদের বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে। সরকারের উন্নয়ন থেমে নেই, এলজি এমপি, গ্রাম উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, সড়ক, ব্রীজ, ড্রেনেজ নির্মান সহ বহুবিধ উন্নয়ন কিন্তু আন্দুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রীজটির উন্নয়ন ঘটছে না, বিপদজনক পরিস্থিতিই যে বার বার, প্রতিনিয়ত জানান দিচ্ছে। সাতক্ষীরা জেলা প্রশাসক দেখবেন কি?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com