স্টাফ রিপোর্টার \ সড়ক পরিবহনের প্রণীত আইন-২০১৮ বাস্তবায়ন দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা নেতৃবৃন্দ গতকাল বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক লিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাঃ সম্পাদক ও নিসচা জেলা উপদেষ্টা মোহম্মাদ আলী সুজন, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক মোঃ আবুল কালাম, সহ-সভাপতি সেলিম রেজা মুকুল, সাধাঃ সম্পাদক এস এম মহিদার রহমান, অর্থ সম্পাদক জি এম সোহরাব হোসেন, প্রচার সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, আইন বিষয়ক সম্পাদক এড. এবিএম সেলিম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ তৌফিকুজ্জামান লিটু, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মোঃ অহিদুজ্জামান, কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি, এএসএম শাহনেওয়াজ মাহমুদ রনি, এড. মোস্তফা জামান, মোঃ আমিরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম শহিদ।