ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাতক্ষীরা জেলা আহবায়ক মো. রহমতুল্লাহ পলাশের সাতক্ষীরার নিজস্ব বাসভবনে রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর থানা বিএনপির পক্ষ থেকে সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ইউসূফ আলির নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচছা বিনিময়ের সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—মোঃ ইনামুল ইসলাম শরিফ, রায়হান বিশ্বাস,সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, শাহ্ আবিদুর রহমান,পিওর ক্রপস লি: কোম্পানির ডিরেক্টর আবু জাফর মোঃ সালেহ, ফিরোজ কবির পল্টু, শফিকুল ইসলাম,জাহাঙ্গীর, আব্দুর রাজ্জাক, মাষ্টার আব্দুল্লাহ,ফিরোজ আহম্মেদ কবির ও সোহান সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।