স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর মাতা কাজী একারমাতুন নেছা আর নেই। তিনি গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী——–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯২) বছর। তিনি ৪ পুত্র ৩ কন্যা আত্মীয় স্বজন, নাতী-নাতনী সহ অসংখ্যা গুন গ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর শহরের ওয়াপদা জামে মসজিদ চত্বরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা মেষে মরহুমার লাশ শহরের কামালনগর সরকারি কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক শেখ তরিকুল হাসান, পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদস্য সচিব ও সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতি সহ বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন।