স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও জেলা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম রবি গুরুতর অসুস্থ। তিনি শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। শেখ রবিউল ইসলাম শ্রমিক নেতা হলেও সামাজিক ও সেবামূলক কাজে তার ভূমিকা প্রশংসনীয়। সদরের লাবসা থানাঘাটা গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম ব্রেন, কিডনি, লিভার সমস্যা সহ নানা রোগে ভুগছেন। বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৩৫ নং কেবিনে চিকিৎসাধীন আছেন। গতকাল তার শারিরীক খোজ খবর নেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক মো: আক্তারুজ্জামান মহব্বত ও সাবেক সহ-সভাপতি শেখ মগফুর রহমান। শ্রমিক নেতা শেখ রবিউল ইসলাম রবির সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।