স্টাফ রিপোর্টা ঃ সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত হওয়ায় শ্রমিকের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিক্ষিপ্ত শ্রমিকরা গতকাল রাতে সাতক্ষীরা বাস টার্মিনাল সামনে সড়কে টায়ার জালিয়ে ও গাড়ি আড় করে দিয়ে বিক্ষোভ করেন। এসময় সদর সহকারী পুলিশ সুপার মীর আছাদুজ্জামান ও সদর থানার ওসি মোহাম্মদ গোলাম কবির ঘটনা স্থানে বিক্ষিপ্ত শ্রমিকদের সাথে কথা বলেন। তারা নির্বাচনে দাবি করেন। অপর দিকে শ্রমিকদের একটি অংশ তাদের প্রকৃত শ্রমিকদের ভোটার তালিকায় অন্তভূক্ত করে এবং যাচাই বাছাই করে সদস্য তালিকা প্রকাশ করে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেন শহরের খুরনা রোড মোড়ে। পুলিশের আশ্বাসে বিক্ষিপ্ত শ্রমিকরা সড়কে গাড়ী সরান। উলেখ্য আজ জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু উচ্চ আদালতে তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করেন। জেলা মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. শেখ সাইদুর রহমান দৃষ্টিপাত কে জানান নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন সাময়িক স্থগিত করা হয়েছে।