স্টাফ রিপোর্টার ঃ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম, জননেত্রী শেখ হাসিনা কে নিয়ে মহিলা দলের নেত্রী সুরাইয়া জেরিন রনির অশালিন বক্তব্য ও ছাত্রলীগের মিছিলে হামলার প্রতিবাদে, সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা আ’লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী প্রমুখ। এসময় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন সফি, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস,. জেলা মহিলা আ’লীগের সহ সভাপতি ইসমত আরা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, সাংগঠনিক সম্পাদক মাহফুজা রুবি, রওশনারা রুবি, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শরিফা সিদ্দিকা, শ্রম বিষয়ক সম্পাদক ও পৌর মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন সহ জেলা মহিলা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ঐ ঘটনাডর সাথে জড়িতদের শাস্তির দাবি করেছেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করন, জেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান জ্যোস্না আরা।