স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ূ কামনায় দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের অদূরে তুফান কনফেনশন সেন্টার লেকভিউতে জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। তিনি বলেন, হামলা মামলা দিয়ে বিএনপিকে দমন করা যাবে না। আগামীতে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থেকে এই আন্দোলনে অংশ গ্রহন করতে হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও লাবসা ইউনিয়নের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাধারন সম্পাদিকা খুরশিদ জাহান শিলা, শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, যুবনেতা আলী শাহীন, কলারোয়া যুবদলের আহবায়ক সবুজ, সদর যুব দলের যুগ্ম আহবায়ক সুমন রহমান, সদস্য সচিব প্রিন্স, আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, শহর যুবদলের সদস্য সচিব সবুজ, ইফতার বাস্তবায়ন কমিটির আহবায়ক কাউন্সিলর শফিকুল আলম বাবু, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম প্রমুখ। এছাড়া জেলা যুবদলের সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুবদলের সাধারন সম্পাদক এইচ আর মুকুল।