স্টাফ রিপোর্টার \ আগামী ২৭ অক্টোবর যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে সাতক্ষীরা জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর বাসভবনে সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু,পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহীন, সদস্য সচিব মাসুম রানা সবুজ, সদর উপজেলা আহবায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, তালা আহবায়ক মির্জা আতিয়ার রহমান, শ্যামনগর আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ নাজমুল হক, সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর,কালিগঞ্জ আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, দেবহাটা সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ রেজা, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, আশাশুনি আহ্বায়ক শরিফুজ্জামান টোকন সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, সদর যুগ্ন আহবায়ক গোলাম রাব্বানী, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চৌধুরী, শ্যামনগর যুগ্ন আহবায়ক কল্লোল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধাঃ সম্পাদক এইচআর মুকুল।