এ্যাড, তপন কুমার দাস \ গতকাল অপরাহ্নে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রাজজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীর সভাপতিত্বে জেলা লিগ্যাল এইড কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যালএইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রাজজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী বলেন, আগামী ২৮শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন যথাযথভাবে পালন করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং তিনি আরো বলেন, ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে লিগ্যাল এইডের সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে হবে। উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এম,জি আযম, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান আসাদ, পিপি এ্যাড, মো: আব্দুল লতিফ, উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জোসনা আরা, উত্তরণের এড, মনিরুজ্জামান মনির, অতিরিক্ত পিপি তপন কুমার দাস, প্যানেল আইনজীবী বদিউজ্জামান, এড. মোস্তফা আসাদুজ্জামান দিলু প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার সহকারী জজ মো: মনিরুল ইসলাম।