এড. তপন কুমার দাস \ সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে গতকাল জেলা লিগ্যাল এইড কমিটির নিয়মিত মাসিক সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা ও দায়রাজজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল-রাজী। তিনি তাঁর বক্তব্যে বলেন, লিগ্যাল এইডের সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে হবে। অর্থের অভাবে কোন মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজা রশীদ, জেলা পুলিশ সুপারের ও সিভিল সার্জনের প্রতিনিধি, পিপি এড. আব্দুল লতিফ, জিপি এড. শম্ভুনাথ সিংহ, অতিরিক্ত পিপি এড. তপন কুমার দাস প্রমুখ। বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, এনজিও সুশীলনের মোঃ মনিরুজ্জামান, উত্তরনের এড. মনিরউদ্দীন মনির, ব্লাস্টের এমডি তাজুল ইসলাম, প্রগতির আশেক-ই-এলাহী, চুপড়িয়া মহিলা সংস্থার মরিয়ম মান্নান প্রমুখ।