শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

জেল হত্যা দিবসের আলোচনা সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা আ’লীগের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুর সাত্তার এর সঞ্চালনায় ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা ও মুক্তিযোদ্ধা দেবীর রঞ্জন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা (বাংলা), সুশান্ত বিশ্বাস বাবুলাল ও প্রভাষক অলিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জ্জামান সাঈদ, আইন বিষয়ক সম্পাদক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, বুড়িগোয়ালিনী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আল-মামুন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক প্রভাষক ফায়সাল আহমেদ সুমন প্রমুখ। সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় হলো এ দিনটি। ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযোদ্ধাদের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করে। এর আগে ১৫ আগস্ট এর পরে এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। জাতি আজ জাতীয় চার নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনীর মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এ কালো অধ্যায়টি স্মরণ করে। বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন দল ও অঙ্গসংগঠনের উদ্যোগে সারাদেশে এই দিনটি পালিত হচ্ছে। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে ও বঙ্গবন্ধুর সপরিবার এবং জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন নূরনগর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি ফজলুল করিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com