দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন কালিগঞ্জ উপজেলার ৪ টি রুটের ভাড়ায়চালিত ২ হাজারও বেশি মোটরসাইকেলের চালক। তারা অবিলম্বে জালানি তেলের দাম কমানোর জোর দাবি জানিয়েছেন। উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা মোটর সাইকেল শ্রমিকের সভাপতি নূর হোসেন ও বাঁশতলা নদীর ধার মোটর সাইকেল শ্রমিকের সভাপতি রাজগুল আক্ষেপ করে বলেন, জালানি তেলের দাম এখন আকাশছোঁয়া। ভাড়ায় মোটর সাইকেল চালিয়ে আর জীবিকা নির্বাহ করা সম্ভব হচ্ছে না। তেলের দাম বেড়ে যাওয়ায় এখন যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া চাইলে তারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বাড়তি ভাড়া দিতে চাচ্ছে না। অনেকেই কম ভাড়া দিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে চলাচল করছেন। বাঁশতলা মোটরসাইকেল চালক, আতিয়ার রহমান সহ আরো অনেকে বলেন, জ্বালানি তেলের সাথে সবকিছুরই সম্পর্ক জড়িত। তেলের দাম বেড়ে যাওয়ার সাথে সাথে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে গেছে। ফলে তাদের মতো গরীব অসহায় খেটে খাওয়া মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় থাকলে না খেয়ে মরতে হবে। স্থানীয় টেকার চালক বাবু বলেন, জ্বালানি তেল সহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় তার মতো নিম্ন আয়ের মানুষ অনেক কষ্টে আছে। জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় তারা ক্ষুব্ধ বর্তমানে তাদের আয় অনেক কমে গেছে। পরিবার পরিজোন নিয়ে এখন মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। তারা সরকারের কাছে অবিলম্বে জালানি তেলের দাম কমানোর দাবি জানিয়েছেন।