জ্যামাইকা টেস্টে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। অনুমিতভাবেই টাইগাররা দেখছে জয়ের স্বপ্ন। তবে চাপে থাকলেও পিছিয়ে আছে মানতে নারাজ ক্যারিবীয়রা। বাংলাদেশকে দ্রুত অলআউট করে ব্যাট হাতে জয় তুলে নেওয়ার ব্যাপারে আশাবাদী ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ক্যারিবীয় ক্রিকেটার জাস্টিন গ্রিভস বলেন, ‘আমার মনে হচ্ছে এখনও ব্যালেন্স আছে। আজ একটু পিছিয়ে পড়েছি। তবে দ্বিতীয় ইনিংসে ছেলেরা ভালো বল করছে। আমার মনে হয় দুই দল সমান অবস্থায়ই আছে। ব্যাটিংয়ে এখনও খুব বেশি চ্যালেঞ্জ নেই। আমি আশাবাদী, দ্বিতীয় ইনিংসে আমরা ঘুরে দাঁড়াব।’ কেমার রোচ চোটের কারণে ছিটকে পড়ায় পেস বোলিং অলরাউন্ডার গ্রিভসের চাপ ও দায়িত্ব বেড়েছে। তবে তা উপভোগ করছেন জানিয়ে তিনি বলেন, ‘বোলার হিসেবে আমার কিছু দায়িত্ব তো আছেই। এই দায়িত্ব আমি উপভোগ করি। তবে রোচ যেহেতু ছিটকে গেছে, তার মানে আমাকে আরও বেশি বল করতে হবে। আমি এই দায়িত্ব উপভোগ করছি। কাল সকাল সকাল কিছু উইকেট তুলে নিতে হবে।’ জ্যামাইকায় দুইশরও বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। বাংলাদেশ যত রানই করুক, স্বাগতিকদের তাই রান তাড়ার বিশ্বাস রয়েছে, ‘তারা যত রানই করুক খুব বেশি ভাবার কিছু নেই। আমরা চাইব ২৫০ থেকে ২৭৫ রানের মধ্যে আটকাতে। তবে উইকেট এখনও ব্যাটিংয়ের পক্ষে আছে। যদি আড়াইশ থেকে ২৭৫ এর মধ্যে রাখা যায় ভালোই হবে।’ ৫ উইকেট হাতে রেখে বাংলাদেশের লিড ২১১ রান। প্রথম ইনিংসে ১৮ রানের লিড পায় টাইগাররা।