শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন

জয়নগর মাদরাসায় ৬১ তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ মার্চ, ২০২৪

কাশিমাড়ী প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জয়নগর আমিনিয়া হামিদিয়া সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ৬১তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল হয়েছে। গত কাল বুধবার (২৮ ফেব্রুয়ারি ২০২৪) বিকাল ৪ ঘটিকা হয়তে সারারাত্র ব্যাপী অত্র মাদ্রাসার মাঠে বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের পূর্বে জয়নগর মাদরাসার সাবেক অধ্যক্ষ হুজুরের সাক্ষাৎকার মূলক বই “আলাপে সংলাপে” মাওলানা এইউএম গোলাম বারী বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মাওলানা নেছার উদ্দীন (পির সাহেব) এর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষক সাঈদ-উজ-জামান (সাঈদ), শ্যামনগর থানার অফিসার ইন্চার্জ আবুল কালাম আযাদ, জয়নগর মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব এ.ইউ.এম. গোলাম বারী, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ড. মুহাম্মদ আশরাফুল আলম, বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লীডার (মেজর) মোঃ গোলাম রববানী (অব:), অত্র মাদরাসার সভাপতি ড. মুহাম্মদ আব্দুল মান্নান। অত্র মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন – আলহাজ্ব শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী (ছোট পীর সাহেব, ছারছীনা দরবার শরীফ), বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেন – ড. আব্দুস সালাম আযাদী (পরিচালক কিউএনএস একাডেমী লন্ডন) ও ড. মুহাম্মদ খলিলুর রহমান মাদানী (ভাইস প্রিন্সিপাল, তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা)। এসময় আরো উপস্থিত ছিলেন “আলাপে সংলাপে” বইয়ের সম্পাদক জাকির হুসাইন, প্রকাশক ইয়াসিন মাহমুদ, অবঃপ্রাপ্ত সেনা কর্পোরাল গোলাম সারোয়ার, উৎসর্গ সোসাইটির চেয়ারম্যান গাজী আব্দুর রউফ প্রমুখসহ এলাকা ও দুর দুরান্ত থেকে আগত ধর্মপ্রান মুর্সালি হাজারো পুরুষ /মহিলা উপস্থিত ছিলেন। পরিশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন- মাওঃ নেছার উদ্দীন ( পীর সাহেব জয়নগরী)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com